সারা বাংলা

সিরাজগঞ্জে ১১ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ১১ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটি বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শাহজাদপুরের গালা ইউনিয়নের বিনুটিয়া বাঁধের পাশে ছামাদ খাঁর বাড়ির গাছ থেকে অজগর সাপটি উদ্ধার করেন দ‌্য বার্ড সেফটি হাউজের সদস্যরা।

স্থানীয়রা জানায়, ছামাদ খাঁর বাড়ির বাইরের গাছে একটি অজগর সাপ দেখে বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাসকে খবর দেন স্থানীয়রা। ওই সংগঠনের সদস‌্যরা এসে সাপটি উদ্ধার করেন।

মামুন বিশ্বাস বলেছেন, ‘খবর পেয়ে আমি ও ইমন ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করি। পরে রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিককে বিস্তারিত জানাই।’

সিরাজগঞ্জের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা ঋষিকেশ চন্দ্র রায় বলেন, ‘বার্ড সেফটি হাউজের সদস্যরা একটি অজগর সাপ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এটি সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইকো পার্কে ছেড়ে দেওয়া হবে।’