সারা বাংলা

পাইকগাছায় আনোয়ার ইকবাল উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আনোয়ার ইকবাল উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে তিনি ৭৪ হাজার ৬৮০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি’র আব্দুল মজিদ ধানের শীষ প্রতীক নিয়ে ২ হাজার ৯৫২ ভোট পেয়েছেন।

নির্বাচন শেষে মঙ্গলবার রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন খুলনার সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও পাইকগাছা উপজেলা পরিষদ উপ-নির্বাচন- ২০০২’র রিটার্নিং অফিসার এম. মাজহারুল ইসলাম।

ফলাফলে জানানো হয়, নির্বাচনে মোট ভোট পড়েছে ৭৮ হাজার ৪৩৪টি। এরমধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা ৮০২টি।

নির্বাচন অফিস সূত্র জানায়, পাইকগাছা উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭১৬ জন। এরমধ্যে ১ লাখ ৪১ হাজার ২৮২ জন ভোটার ভোট দিতে আসেননি।

এর আগে মঙ্গলবার দিনভর উপজেলার ৭৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী মোহাম্মদ আলী গত ১৭ জুলাই মারা যান। এরপরই চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।