সারা বাংলা

১৫ দফা দাবিতে নারায়ণগঞ্জে নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে

পণ‌্যবাহী নৌযান শ্রমিক ও কর্মচারীদের খাদ্যভাতা কার্যকর, নদীপথে নির্যাতন বন্ধসহ ১৫ দফা বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনে মতো অনির্দিষ্ট কর্মবিরতি পালন করছেন নারায়ণগঞ্জের নৌযান শ্রমিকরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর মাছঘাটসহ ২৫টি ঘাটে পণ্যবাহী জাহাজ নদীর পাড়ে নোঙর করে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।

এ বিষয়ে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ সিকদার রাইজিংবিডিকে জানান, পণ‌্যবাহী নৌযান শ্রমিকদের ১৫ দফা দাবি আদায়ে নারায়ণগঞ্জসহ সারা দেশে পণ‌্যবাহী নৌযান শ্রমিকরা কর্মবিরতির আজ তৃতীয় দিন চলছে।

এ তিনদিনের মালিকপক্ষ কোনো রকম অলোচনায় বসেনি। আমাদের ১৫ দফা মানা না হলে অনির্দিষ্ট কালের জন্য এ কর্মবিরতি অব্যাবহ থাকবে।

এ কর্মবিরতির কারণে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, ধলেশ্বরী, বুড়িগঙ্গা ও মেঘনা নদীর ২৫টি ঘাটে পণ‌্য উঠা নামা বন্ধ হয়ে আটকে পড়েছে ১১৭টি লাইটার জাহাজসহ প্রায় পাঁচহাজার পণ‌্যবাহী নৌযান। এসব লাইটার জাহাজে গম, ভূট্টা, ডাল, তেল, সার, এইচ আর কয়েল, বালু,কাদামাটিসহ বিভিন্ন কারখানায় ব্যবহৃত কাঁচামালের লোড আনলোড বন্ধ হয়ে আটকে আছে।

এতে উপস্থিত ছিলেন— বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহআলম, সাধারণ সম্পাদক সবুজ শিকদার, কেন্দ্রীয় কমিটির নেতা হাবিবুর রহমান মাস্টার, জাকির হোসেন, আক্তার হোসেন প্রমুখ।