সারা বাংলা

বাহুবলে ৫টি অবৈধ করাতকলের বিরুদ্ধে মামলা, যন্ত্রপাতি জব্দ

হবিগঞ্জ জেলার বাহুবলে ৫টি অবৈধ করাতকলের যন্ত্রপাতি জব্দ করে মামলা দিয়েছে বনবিভাগ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে এ মামলা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মো. আহমদ আলী।  

তিনি জানান, সিলেট বন বিভাগের ডিএফও এসএম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় জেলার বাহুবল উপজেলার হাজিমাদাম গ্রামের হাবিবুর রহমান বিলাত, একই এলাকার আজিজুর রহমান, বাহুবল গ্রামের নূরুল হক চৌধুরী, চলিতাতলার জসিম ও নূরুল হুদা চৌধুরী শাহীনের অবৈধ করাতকলে বন বিভাগ বৃহস্পতিবার অভিযান চালায়। এ অভিযানকালে করাতকলগুলোর বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করে বন আইনে মামলা দেওয়া হয়েছে।

বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ক্রিস্টোফার হিমেল রিছিল ও হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মারুফ হোসেনের নেতৃত্বে বন বিভাগের শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মো. আহমদ আলী, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ রেঞ্জ ও চেকস্টেশনের বন কর্মকর্তাগণসহ বাহুবল থানার পুলিশের একটি দল এ অভিযানে অংশগ্রহণ করে।