সারা বাংলা

টানা বৃষ্টিতে গোপালগঞ্জ পৌরবাসিন্দারা ভোগান্তিতে

দুই দিনের টানা বৃষ্টিতে গোপালগঞ্জে পৌরসভার রাস্তা ও নিচু এলাকা পানি জমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে পৌরবাসী।

পৌর এলাকার বাজার রোড, সাহাপাড়া, সিকদারপাড়া, চৌরঙ্গী, কাপড়পট্টি, নিচুপাড়াসহ বেশ কিছু এলাকার সড়কে পানি জমে চলাচলে দুর্ভোগ বেড়েছে।  ড্রেনেজ ব্যবস্থা নাজুক হওয়ায় এসব পানিও সহজে সরছে না। ফলে পৌরবাসীদের কষ্টের শেষ নেই।  বৃষ্টির ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ ও নিম্ন আয়ের মানুষ।  কাজ না থাকায় অলস সময় কাটাতে হচ্ছে তাদের।

এছাড়া, গত দুই দিনের বৃষ্টিতে শাক-সবজির ক্ষেত তলিয়ে গেছে।  এতে ক্ষতির মুখে পড়েছে জেলার কৃষকেরা।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সুফিয়ান জানান, আগামী ২৬ অক্টোবর নাগাদ বৈরি আবহাওয়া থাকবে। 

এদিকে গত ২৪ ঘন্টায় ৬২.২ মিলিমিটার ও গত ৪৮ ঘন্টায় ৬৩.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।