সারা বাংলা

গোপালগঞ্জে পূজার আনন্দে ভাটা 

ধর্মীয়ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শুক্রবার (২৩ অক্টোবর) গোপালগঞ্জের মন্দিরগুলোতে আনুষ্ঠিত হয়েছে দেবী দুর্গার মহা সপ্তমীবিহীত পূজা। তবে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন পূজারী ও দর্শনার্থীরা্।  

আজ সকাল সাড়ে ৯টায় জেলার ১ হাজার ১৯৮টি মন্দিরে কল্পারম্ভ পূজা, নবপত্রিকা স্নান, প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে দেবী দুর্গার মহা সপ্তমীবিহীত পূজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পুরোহিতের মন্ত্রপাঠ, উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ঢাকের আওয়াজে মুখোরিত হয় মন্দিরগুলো। দেবীর কাছে ফল, নৈবেদ্য, মিষ্টি নিবেদন করেন ভক্তরা। করোনার কারণে এবারের পূজায় উৎসবের আমেজ তেমন না থাকায় মন্দিরগুলোতে স্বল্প পরিসরে আলোকসজ্জ্বা করা হয়েছে।

এদিকে, করোনা ছাড়াও টানা বৃষ্টির কারণে দুর্গা পূজার আনন্দে ভাটা পড়েছে। বৃষ্টি হওয়ায় মন্দিরে যেতে পারছেন না দর্শনার্থীরা। মন্দিরগুলো অনেকটাই ফাঁকা রয়েছে।

পূজার আয়োজক টিটু বৈদ্য, ভজন কুঁড়ি বলেন, নভেল কারোনাভাইরাস সংক্রমণে রোধে এ বছর স্বল্প পরিসরে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। এর সঙ্গে বৃষ্টি হওয়ায় আনন্দে ভাটা পড়েছে। দর্শনার্থীরা মন্দিরে আসতে পারছেন না।