সারা বাংলা

বগুড়ায় হিমাগারে অতিরিক্ত আলু রাখায় জরিমানা 

অতিরিক্ত আলু গুদামজাত করার অভিযোগ পেয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন হিমাগারে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা দুটি হিমাগারের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন। 

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত শিবগঞ্জের বিভিন্ন হিমাগারে অভিযান চালায়। 

অভিযানে অতিরিক্ত আলু গুদামজাতের দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুলতান হিমাগারের মালিক আব্দুল আলীমকে ৪০ হাজার টাকা এবং আফাজ হিমাগারের মালিক আলফাজ হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা।