সারা বাংলা

শায়েস্তাগঞ্জে ৫৭ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ৫৭ পিস ইয়াবাসহ গাজী মিয়া তালুকদার (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তিনি জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার কাজীরগাঁও গ্রামের বাসিন্দা। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে তার নেতৃত্বে এস আই মো. মফিজুল হক, এএসআই বিধান রায়সহ একদল পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়।  

এ অভিযানে শায়েস্তাগঞ্জের কাজীরগাঁও রাস্তার গুয়ামুরি ব্রিজ এলাকা থেকে ৫৭ পিস ইয়াবাসহ গাজী মিয়া তালুকদারকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দিয়ে তাকে কোর্টে প্রেরণ করেছে।