সারা বাংলা

সিরাজগঞ্জে ১৯ জেলের কারাদণ্ড

মা ইলিশ ধরায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৬ জেলেকে এক বছর করে এবং সদর উপজেলায় ১৩ জেলেকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নিষেধাজ্ঞা অমান্য করে এসব জেলেরা যমুনা নদীতে মাছ ধরছিলেন। জেলেদের থেকে ১ লাখ ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ মাছও জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চৌহালী উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এই কারাদণ্ড দেন।

সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার আনোয়ার হোসেন ও চৌহালী উপজেলার মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম জানান, সোমবার রাত ৮টা থেকে আজ (মঙ্গলবার) ভোর পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে জব্দকৃত ইলিশ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।