সারা বাংলা

তিন পাখি শিকারির কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় তিন পাখি শিকারিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের সহকারী কর্মকর্তা মাহমুদ হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—আল আমিন (২৬), রুকু মিয়া (৪৮) ও আব্দুল কাইয়ূম (৪৬)। তারা চুনারুঘাটের বালিয়ারী গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে মাহমুদ হোসেনের নেতৃত্বে চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ওই পাখি শিকারিদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় জবাই করা ১২০টি পাখি।

বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

পাখিগুলো মধ‌্যে ৯৬টি শালিক, ১৪টি বুলবুল ও ১০টি ফুলঝুরি। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জবাই করা পাখিগুলো মাটিচাপা দেওয়া হয়েছে।