সারা বাংলা

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ৩ যুবক নিহত

নীলফামারীর ডিমলা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে জলঢাকা-ডিমলা সড়কের সোনাখুলী স্লুইস গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নীলফামারীর সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া মহল্লার রিংকু চন্দ্র (২১), একই মহল্লার দীপ্ত চন্দ্র রায় (২১) এবং তাদের বন্ধু দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার প্রসেণজিৎ রায় (২৫)।

জলঢাকা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ফজলুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে তিনটি মোটরসাইকেলে করে সাত বন্ধু সৈয়দপুর থেকে তিস্তা ব্যারাজ এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। বিকেলের দিকে জলঢাকা উপজেলা সীমানা পার হয়ে ডিমলায় প্রবেশের সময় ঝুনাগাছ চাপানী ইউনিয়নের স্লুইস গেট এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ওই মোটরসাইকেলের আরোহী তিনজন গুরুতর আহত হন।

ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান জানান, স্থানীয় লোকজন তিনজনকে মুমূর্ষু অবস্থায় জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎক তাদের মৃত ঘোষণা করেন।

জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু তৈয়ব জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়ার আগেই ওই তিন যুবককে মৃত্যু হয়।

জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফজলুর রহমান বলেন, ‘ওই তিন যুবকের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।‘