সারা বাংলা

ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৫ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরের আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা স্থল বন্দর সিঅ‌্যান্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম।

মোস্তাফিজুর রহমান নাসিম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গেলো শুক্রবার (২৩ অক্টোবর) থেকে টানা পাঁচ দিন ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিলো। এরপর আজ সকাল থেকে আবারও আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার জানান, আমদানি-রপ্তানি কার্যক্রমের পাশাপাশি ভারতে আটকে থাকা পাসপোর্ট যাত্রীদের জন্য অফিসিয়াল কার্যক্রম চলমান রয়েছে।