সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যানের মুক্তিযোদ্ধা সনদ বাতিল 

মুক্তিযোদ্ধা প্রমাণিত না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলমের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয় থেকে প্রকাশিত বাংলাদেশ গেজেটের বিশেষ সংখ্যায় বিষয়টি উল্লেখ করা হয়। গত ২৫ অক্টোবর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক জহুরুল ইসলাম স্বাক্ষরিত গেজেটের ওই বিশেষ সংখ্যায় শফিকুল আলমসহ দেশের ৩৫ জনের সনদ ও গেজেট বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

চলতি বছরের গত ১৭ সেপ্টেম্বর শফিকুল আলমের মুক্তিযুদ্ধবিষয়ক সনদের বিষয়ে তদন্ত হয়। সেখানে শফিকুল আলম নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করতে পারেননি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৯তম সভায় শফিকুল আলমসহ ৩৬ জনের সনদ ও গেজেট বাতিলের সিদ্ধান্ত হয়। 

জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে মুক্তিযোদ্ধার সনদ দিয়েছেন। লালমুক্তি বার্তা ও বেসামরিক গেজেটে আমার নাম আছে। আগে যারা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে ছিলেন, তারা এতদিন আমার বিষয়ে প্রশ্ন তোলেননি। এখন বাদ দিয়েছেন। আমি উচ্চ আদালতে যাবো।’