সারা বাংলা

না.গঞ্জে মসজিদে বিস্ফোরণ: সভাপতির ২ দিনের রিমান্ডের আবেদন

নারয়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে দুই দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে সিআইডি পুলিশ। 

আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ সুপার নাসির উদ্দিন জানান, শুক্রবার (৩০ অক্টোবর) রাতে আব্দুল গফুরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে।  

তিনি বলেন, ‘মামলার তদন্তের দায়িত্ব নেওয়ার পর থেকে সন্দেহভাজনদের আমরা নজরদারিতে রেখেছিলাম। তাদের মধ্যে আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের আটজন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) একজন এবং স্থানীয় দুইজন বৈদ্যুতিক মিস্ত্রিকে আটক করেছিলাম। তারা এখন জামিনে আছেন।’ 

গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়। এর মধ্যে ৩৪ জন মারা যায়।