সারা বাংলা

নাটোরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

নাটোরের সদর উপজেলার আমাহাটি এলাকায় ও লালপুরে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে বরেন্দ্র এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই দুজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী।

স্থানীয়দের বরাত দিয়ে স্টেশন মাস্টার জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বেশ কয়েকদিন থেকে জুয়েল (৩০) নামে এক যুবক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। আজ সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে আমহাটি এলাকার রেলক্রসিংয়ের কাছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে পরেন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জুয়েল ওই এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

এদিকে, নাটোরের লালপুর উপজেলার চংধূপইল ইউনিয়নের ইসলামপুর বাওড়া ব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়ে আসকান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জিআরপি পুলিশ মরদেহ দুটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়েছেন।