সারা বাংলা

বরগুনা পৌরশহরের সেতু ভেঙে নদে

বরগুনা পৌরশহরের ধূপতি সুজার খেয়া এলাকার সেতুটি ভেঙে পড়ে গেছে। রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় বিকট শব্দে সেতুর একাংশ খাকদোন নদে পড়ে যায়।

সেতুটি দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘ঝুঁকিপূর্ণ’ তালিকায় ছিল। সেতু ভেঙে যাওয়ায় এলাকাবাসী পারাপারে দুর্ভোগে পড়েছে। স্থানীয় বাসিন্দা ইসাহাক মিয়া বলেন, সেতুর মাঝখান থেকে উত্তরের পাশ পড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বরগুনা কার্যালয়ের তথ্যমতে, ২০০২-০৩ অর্থবছরে পৌরশহরের চরকলোনী ধূপতি এলাকার সুজার খেয়া স্থানে খাকদোন নদের ওপর সেতুটি নির্মাণ করা হয়। গত কয়েক বছর ধরে  ‘ঝুঁকিপূর্ণ’ তালিকায় ছিল সেটি। 

উপজেলা নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ভাঙা সেতুটি দ্রুত সরিয়ে ফেলে আপাতত পারাপারের বিকল্প ব্যবস্থা করা হবে। পরে সেখানে নতুন সেতু নির্মাণ করা হবে।