সারা বাংলা

বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

আন্দোলনের চতুর্থ দিনে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।

দুপুর আড়াইটায় ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগদান করেছেন বলেও জানান পরিচালক।

এর আগে দুপুর দেড়টায় সংবাদকর্মীদের কাছে ইন্টার্ন ডক্টর্স এসোসিয়েশনের সভাপতি সজল পান্ডে এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত (তিন ঘন্টা) হাসপাতালের পরিচালকের কার্যালয়ে পরিচালক ও জ্যেষ্ঠ চিকিৎসক কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসক, সাধারণ সম্পাদক ও প্রতিপক্ষ মেডিসিন ইউনিট ৪ এর সহকারী রেজিস্ট্রার ডা. মাসুদ খানের মধ্যে আলোচনা হয়।

আলোচনা ফলপ্রসু হওয়ায় ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

গত ২১ অক্টোবর হাসপাতালের মেডিসিন-৪ ইউনিটের রেজিষ্ট্রার ডা. মাসুদ খান ইন্টার্ন চিকিৎসকদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করে তাকে মারধরের অভিযোগ আনেন। অপরদিকে ৩০ অক্টোবর ডা. মাসুদ খান কোতোয়ালী থানায় ইন্টার্ন চিকিৎসকদের নেতাদের নাম উল্লেখ করে মামলাও করেন। 

গত শনিবার বেলা ২টা থেকে ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসা সেবা বন্ধ রেখেছিলেন।