সারা বাংলা

হবিগঞ্জে অস্ত্র মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

হবিগঞ্জে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে করা মামলায় শেবুল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত শেবুল মিয়া পলাতক ছিল।

হবিগঞ্জের আদালত পরিদর্শক মো. আল আমিন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১২ এপ্রিল হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকা থেকে একটি পাইপগান শেবুলকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে কারাগারে পাঠানো হয়। কিছুদিন পর জামিনে বের হয়ে সে পলাতক হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট সালেহ উদ্দিন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।

শেবুল মিয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মখা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।