সারা বাংলা

রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল

সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর মামলায় তদন্ত কর্মকর্তা বদল করা হয়েছে। নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আওলাদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুরুতে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন পিবিআই সিলেটের পরিদর্শক মুহিদুল ইসলাম। গত রোববার (২ নভেম্বর) তিনিসহ পিবিআইর আট সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন। এর পরিপ্রেক্ষিতে আলোচিত এ মামলায় নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোরে বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হানের মৃত্যু হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার। ওই ফাঁড়ি ইনচার্জসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। মামলাটি এখন তদন্ত করছে পিবিআই।