সারা বাংলা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

উত্তরের জেলা হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৬টায় এবং ৯টায় জেলাতে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,  দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। সেই সঙ্গে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রাও। হিমালয় থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ার সঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়ে ছিলো পুরো জেলা। আজ সকালে জেলাতে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন।

এর আগে গত বৃহস্পতিবার এ জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।