সারা বাংলা

চাকায় ওড়না পেচিয়ে ইজিবাইক থেকে পড়ে গৃহবধূর মৃত্যু 

মাদারীপুরের শিবচর উপজেলায় চাকায় গলার ওড়না পেচিয়ে ইজিবাইক থেকে পড়ে গৃহবধূ সালমা বেগম মারা গেছেন।

শরিয়তপুরের জাজিরা থেকে মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন এলাকায় যাওয়ার পথে আজ শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সালমা বেগম শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডেবা গ্রামের সালাম হাওলাদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে নাওডোবা থেকে ভদ্রাসন বেড়াতে যাওয়ার উদ্দেশে রওনা দেন সালমা বেগম। সন্ধ্যায় ভদ্রাসন বাজারের কাছে এলে অসাবধানতাবশত সালমা বেগমের (২২) গলার ওড়না ইজিবাইকের চাকায় পেচিয়ে যায়। মুর্হূতের মধ্যে সালমা বেগম নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শশাংক ঘোষ বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। লাশ পুলিশের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।