সারা বাংলা

পদ্মায় ধরা পড়লো ২৭ কেজির বাঘাইড়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি বাঘাইড় ও একটি কাতলা মাছ ধরা পড়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে দৌলতদিয়া ঘাট এলাকার পদ্মায় মাছ দুটি স্থানীয় দুইজন জেলের জালে ধরা পড়ে।

দৌলতদিয়ার শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া জানান, ভোরে দৌলতদিয়া ঘাটের অদূরে পদ্মা-যমুনা নদীর মোহনায় জাল ফেলেন স্থানীয় জেলে আব্দুর রহমান। এ সময় তার জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে। মাছটিকে দৌলতদিয়া ঘাটে আনলে সেটি এক নজর দেখার জন্য মানুষ ভিড় করে।

শাজাহান মিয়া জানান, বাঘাইড় মাছটির ওজন ২৭ কেজি ৩ শত গ্রাম। পরে আড়তে ডাকের মাধ্যমে ১ হাজার টাকা কেজি দরে ২৭ হাজার টাকায় জেলের কাছ থেকে কিনে বেশি লাভের আশায় ঢাকার কারওয়ান বাজারে পাঠিয়েছেন তিনি।  

অপরদিকে, একই সময়ে পদ্মা নদীতে ধরাপড়া ১৫ কেজি ওজনের একটি কাতলা মাছ ঘাটে আনেন আরেক জেলে। কাতলা মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় কিনে নেন শাজাহান মিয়া।