সারা বাংলা

বাগেরহাটে গাজা-প্রাইভেটকারসহ আটক ৪ 

বাগেরহাটের ফকিরহাটে ২৫ কেজি গাজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৬ খুলনা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ফকিরহাট উপজেলার বিশ্বরোড মোড়ে বাগেরহাটগামী একটি প্রাইভেট কারে তল্লাশি করে এই গাজা জব্দ করা হয়।

এসময় মাদক কারবারিদের ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করে ব্যাব-৬ এর সদস্যরা।

র‌্যাব-৬ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহবুব উল-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন— পটুয়াখালী জেলার বাউফল উপজেলার তাতেরকাঠি মধ্যপাড়া এলাকার হারুণ হাওলাদারের ছেলে মো. এনামুল হক (৩৭), এনামুল হকের স্ত্রী শিরীন বেগম (২৬), ফেনী জেলার সদর উপজেলার পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার আব্দুল্লাহ সরদারের ছেলে রোমান সরদার (১৯) এবং মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার চরপাড়া মধ্যপাড়া এলাকার আয়েন উদ্দিনের ছেলে প্রাইভেট কার চালক মো. জহিরুল ইসলাম (৪৫)। 

র‌্যাব-৬ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহবুব উল-আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার বিশ্বরোড মোড় এলাকায় চকি স্থাপন করে কয়েকটি যানবাহন তল্লাসি করা হয়। এক পর্যায়ে প্রাইভেটকারটিকে তল্লাসি করে ২৫ কেজি গাজা পাওয়া যায়। এসময় প্রাইভেট কারে থাকা চার মাদক কারবারি আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আটকদের ফকিরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।