সারা বাংলা

ইসলামপুরে আগুনে পুড়ে কৃষকের ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি

জামালপুরের ইসলামপুর উপজেলায় আগুনে চার কৃষকের ১৫টি গরু-ছাগলসহ মালামাল পুড়ে গেছে। এতে কৃষকদের ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা। 

উপজেলার পলবান্ধা ইউনিয়নের নতুনপাড়া গ্রামে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুনপাড়া গ্রামের মৃত হাইউদ্দিনের ছেলে ছালাম উদ্দিনের গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন পাশের হাসেন আলীর ছেলে আবু কালাম, আমজল হোসেন ও আরেক কৃষকের গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এতে ছালাম উদ্দিনের ছয়টি গরু, আবু কালামের তিনটি গরু ও আমজল হোসেনের ছয়টি ছাগল পুড়ে মারা যায়।

দরিদ্র কৃষক ছালাম উদ্দিন বলেন, ‘অন্যের জমিতে চাষাবাদ করে কোনোরকমে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে জীবনযাপন করছি। গরুগুলো মারা যাওয়ায় নিঃস্ব হয়ে গেলাম।’ ওই ওয়ার্ডের ইউপির সদস্য আব্বাস মিয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের বরাত দিয়ে বলেন, অগ্নিকাণ্ডে চার কৃষকের ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসলামপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রফিকুল বলেন, রাস্তার অবস্থা খারাপ হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।