সারা বাংলা

হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সম্মেলন চলছে 

হেফাজতে ইসলামের আমীর আল্লামা শফীর মৃত্যুর পর নতৃন নেতৃত্ব নির্বাচিত করতে আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন শুরু হয়েছে।

রোববার সকাল ১১টা থেকে হেফাজতে ইসলামের সদরদপ্তর হিসেবে পরিচিত হাটহাজারী মাদ্রাসায় এই সম্মেলনের শুরু হয়।

সম্মেলনে উপস্থিত রয়েছেন— হেফাজতে ইসলামের বর্তমান মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, সহসভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা সালাউদ্দিন, মাওলানা মামুনুল হকসহ অর্ধসহস্র নেতাকর্মী।

এই সম্মেলন থেকেই আল্লামা শফীর পর হেফাজতে ইসলামের নেতৃত্বে কে থাকবেন তা নির্ধারিত করবেন নের্তৃবৃন্দ। তবে এই সম্মেলন বন্ধ করতে হেফাজতের একাংশ এবং আল্লামা শফীর পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। এ নিয়ে সম্মেলনকে ঘিরে মাদ্রাসা এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃংখলা বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন।