সারা বাংলা

সিলেটে করোনায় আক্রান্ত ২২, সুস্থ ২৬

সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ১৬৫ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে ২৬। সবমিলিয়ে সুস্থ হয়ে ওঠেছেন ১২ হাজার ৮৭৯ জন। আর গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। এ পর্যন্ত বিভাগের চার জেলায় করোনা আক্রান্ত হয়ে ২৩৮ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিট-১৯ সম্পর্কিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, বিভাগের মধ্যে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন সিলেট জেলায়। এ জেলায় ৮ হাজার ৫০ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৪৩৪ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৮৬৯ জন এবং মৌলভীবাজার জেলায় ১ হাজার ৮১২ জন করোনায় আক্রান্ত হন।

এছাড়া সুস্থদের মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ২৫৪, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৩৭৩, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৫৫০ এবং মৌলভীবাজার জেলায় ১ হাজার ৭০২ জন সুস্থ হয়েছেন। আর মৃতদের মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় ১৭৫ জন মারা গেছেন। এছাড়া সুনামগঞ্জ জেলায় ২৫ জন, হবিগঞ্জ জেলায় ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ৫ এপ্রিল সিলেট জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। আর ১৫ এপ্রিল প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।