সারা বাংলা

যুবলীগকর্মী হত্যার আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় যুবলীগকর্মী মারুফ চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি রমজান আলীকে (২৬) ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেন ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ।

ওসি সদীপ কুমার দাশ জানান, পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার ভারত সীমান্ত এলাকা থেকে রমজানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। রমজান ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

পুলিশ জানায়, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন রমজান ও তার সহযোগীরা যুবলীগকর্মী মারুফ চৌধুরীকে লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করলে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর মারুফের মৃত্যু হয়। হত্যার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।  

রমজান আলীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সদীপ কুমার দাশ জানিয়েছেন।