সারা বাংলা

লক্ষ্মীপুরে মাস্ক না পরায় দুইদিনে ৩৯ জনকে জরিমানা

লক্ষ্মীপুরে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইদিনে ৩৯ জনকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে শহরের চকবাজার এলাকাসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম ২৬ জনকে জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে লক্ষ্মীপুর শহরের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক ছাড়া চলাচল করায় পথচারীসহ ২৬ জনকে ১শ টাকা করে ২৬শ টাকা জরিমানা করা হয়। 

তিনি বলেন, লক্ষ্মীপুরবাসীর কল্যাণে করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এদিকে বুধবার বিকালে মাস্ক না পরায় জেলা শহরের ঝুমুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতে ১৩ জনকে ১শ টাকা করে ১৩শ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন এ আদেশ দেন।