সারা বাংলা

মতলবগামী লঞ্চে ডাকাতি 

নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলবগামী মকবুল-২ নামে লঞ্চে ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ডাকাতি হয় বলে জানান গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মুজিবুর রহমান।

নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে ছাড়ার পর চাঁদপুরের ষাটনল এলাকা অতিক্রম করার সময় ডাকাতি হয়। ডাকাতরা কয়েক লাখ টাকার মালামাল ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন।  

ওই লঞ্চের স্টাফ সবুজ মিয়া বলেন, রাত আনুমানিক পৌনে ১১টার দিকে স্পিডবোটে করে একজন ডাকাত এসে লঞ্চে ওঠে। এর কিছুক্ষণ পরে দুটি স্পিডবোটে করে আরও ১০-১২ জন এসে লঞ্চে ওঠে। পরে ফাঁকা গুলি ছুড়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে শতাধিক মোবাইল ফোন, নগদ টাকা, নারীদের স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মালামাল লুট করে। এভাবে ৩০ মিনিটের বেশি সময় ধরে ডাকাতি করে। পরে যাত্রীরা চিৎকার করলে আবারও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ডাকাতরা স্পিডবোটে করে পালিয়ে যায়।  

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ফাঁড়ির ইনচার্জ মুজিবুর রহমান।