সারা বাংলা

রাজশাহীর পদ্মাপাড়ে সূর্যপূজা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীর পদ্মা নদীর পাড়ে অনুষ্ঠিত হয়েছে হিন্দু ও দলিত হরিজন সম্প্রদায়ের উৎসব সূর্যপূজা। 

ধর্মীয় এই উৎসব উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সকালে রাজশাহী মহানগরীর মুন্নুজান স্কুলের সামনে পদ্মা নদীর পাড়ে নানা আচার অনুষ্ঠান পালন করেন সম্প্রদায়ের শতশত নারী-পুরুষ।

সূর্য দেবতার সন্তুষ্টি কামনায় ফুল, ফল আর নানা নৈবেদ্য সাজিয়ে নদীপাড়ে পূজার আয়োজন করা হয়। এ পূজার আরেকটি বিশেষ দিক হলো সূর্যস্নান। পূজা অর্চনা শেষে পুণ্যার্থীরা পদ্মায় স্নান করেন।

পূজায় অংশগ্রহণকারীরা জানান, দেবতা সূর্যকে সন্তুষ্ট করতে প্রতি বছর সূর্যপূজার আয়োজন করা হয়। রোগ-শোক আর জগতের মঙ্গলের জন্যই বংশ পরম্পরায় এ আচার-অনুষ্ঠান পালন করে আসছেন তারা। কালীপূজার পর শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এ পূজা করা হয়।