সারা বাংলা

বগুড়ায় বাসের ধাক্কা অটোরিকশায়, নিহত ৩, আহত ৩

বগুড়ার শেরপুরে বাসের চাপায় শিশুসহ ৩ জন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন।

রোববার (২২ নভেম্বর) দুপুর ১টায় শেরপুর উপজেলার ধনকুন্ডি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, শেরপুর উপজেলার চকপাথারী গ্রামের আব্দুর হাই প্রাং (৬০), একই গ্রামের আল আমিন (২৮) ও ঘাসুরিয়া গ্রামের শাহ সুলতান (৯)।

স্থানীয়রা জানান, বগুড়া-ঢাকা মহাসড়কে ৫ জন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চান্দাইকোনার দিকে যাচ্ছিল। অটোটি ধনকুন্ডি নামক স্থানে পৌঁছলে ঢাকাগামী একটি বাস পেছন থেকে অটোকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় বাসের চাপায় অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ৩ জন যাত্রী নিহত হন। আহত হন আরো ৩ জন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। 

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় হতাহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, বাসটি চাপা দিয়েই পালিয়ে যায়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছেন।