সারা বাংলা

মাগুরায় মুক্তি ক্লিনিক বন্ধ

মাগুরা শহরে নানা অব্যস্থাপনা ও অস্বাস্থকর পরিবেশের কারণে মুক্তি ক্লিনিক অ্যান্ড নাসিং হোম বন্ধ করে দিয়েছেন ভ্র্যামমাণ আদালত।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেটি বন্ধ করে দেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান বলেন, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের পূর্ব পাশে আবাসিক এলাকায় নানা অব্যস্থাপনার মধ্য দিয়ে ও অস্বাস্থকর পরিবেশে মুক্তি ক্লিনিক অ্যান্ড নাসিং হোম নামে প্রাইভেট ক্লিনিক পরিচালিত হয়ে আসছিল। ক্লিনিকটি বন্ধ ঘোষণা করে অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। অভিযানের সময় মালিককে না পাওয়া যাওয়ায় জেল-জরিমানা করা সম্ভব হয়নি বলে জানান তিনি। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান বলেন, ক্লিনিকের এক নারী কর্মচারীকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী দুইদিনের মধ্যে সেখানে ভর্তি রোগীদের অন্যত্র স্থানান্তর করে ক্লিনিকটি পুরোপুরি বন্ধ করতে।