সারা বাংলা

ম্যারাডোনার মৃত‌্যুতে মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

ফুটবলের কিংবদন্তি ডিয়েগো ম‌্যারাডোনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনে। 

সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস) তাদের ফেসবুক পেজে ডিয়েগো ম্যারাডোনাকে নিয়ে লেখেন- ‘আর্জেন্টিনার কিংবদন্তী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রিয় খেলোয়াড়ের ছবি প্রকাশ করে নানা ধরনের স্ট্যাটাস দিচ্ছেন মানিকগঞ্জের খেলোয়াড় ও ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত ব্যক্তিরা।

সাবিসের কোষাধ্যক্ষ কামাল আহম্মেদ কমল জানান, বিকাল সাড়ে ৪টার দিকে সাবিস প্রাঙ্গনে ফুটবল খেলোয়াড়রা এক হয়ে দিয়েগো ম্যারাডোনাকে স্মরণ করেন। সেইসঙ্গে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সদর উপজেলার গড়পাড়া এলাকার চয়ন শেখ বলেন, ‘ছোটবেলায় শুধু ম্যারাডোনার খেলা দেখতে কয়েক মাইল পাড়ি দিয়ে টিভি দেখতে যেতাম। তার অসাধারণ খেলার কৌশল মুগ্ধ হয়ে দেখতাম। তিনি ফুটবলের কিংবদন্তি। তার চলে যাওয়া সত্যিই বেদনাদায়ক।’

বান্দুটিয়া এলাকার লিয়াকত হোসেন বলেন, ‘হঠাৎ করে এই ফুটবল কিংবদন্তির চলে যাওয়া মেনে নেওয়া কষ্টকর। তার জন্য আমরা ফুটবল চিনেছি। ম্যারাডোনার ফুটবল খেলার কৌশল এখনও চোখের সামনে ভাসে। তার শূন‌্যস্থান কেউ পূরণ করতে পারবে না।’

কর্নেল মালেক স্মৃতি সংসদের সভাপতি ইসরাফিল হোসেন বলেন, ‘দিয়েগো ম্যারাডোনা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো একজন খেলোয়াড় ছিলেন। তার মতো খেলোয়াড় ফুটবলে খুঁজে পাওয়া যায় না। মহানায়কের এ প্রয়াণে আমরা শোকাহত।’

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা বলেন, ‘ডিয়েগো ম্যারাডোনা ছিলেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি। তিনি অসংখ্য মানুষের ফুটবল আইকন। তার এ চলে যাওয়ায় মানিকগঞ্জের সব ক্লাব ও ক্রীড়া সংগঠকের মনে শোকের ছায়া বিরাজ করছে। আমরা তার বিদেহী আত্মার মঙ্গল কামনা করি।’