সারা বাংলা

কর্ণফুলী নদীতে অভিযান: ২ মেট্রিকটন জাটকা জব্দ

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে মোবাইল কোর্টের অভিযানে দুই মেট্রিকটন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে সদরঘাট এলাকার কর্ণফুলী নদীতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে সহায়তা করেন জেলা মৎস‌্য অফিস, কোস্ট গার্ড ও এনএসআই কর্মকর্তারা।

ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, অভিযানকালে দেখা যায় টিআর ডিজনী নামক জাহাজে প্রায় দুই মেট্রিকটন জাটকা আহরিত অবস্থায় রাখা হয়েছে। যা আহরণ, বিপণন ও বাজারজাতকরণ সরকারি নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ। সেসব জাটকা জব্দ করা হয়েছে। সেসময় মেহেদী হাসান সবুজ (২৫) ও কামাল হোসেন (৪২) নামে দুই ব‌্যক্তিকে ৫০০০ টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

উমর ফারুক বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা আহরণ, বিপণন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। যারা জাটকা আহরণ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হচ্ছে।’