সারা বাংলা

পঞ্চগড়ে নৌকার মাঝি জাকিয়া

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পঞ্চগড় পৌরসভার নির্বাচন। আসন্ন পৌরসভার এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত তথা নৌকার মাঝি হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন পঞ্চগড় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভায় দলীয় মনোনীত মেয়ার প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এদিকে, পঞ্চগড় পৌর এলাকায় এ খবর পৌঁছামাত্র দলীয় নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল‌্য ফিরে এসেছে। 

জাকিয়া খাতুন বলেন, ‘গত নির্বাচনে পরাজিত হয়েও এখন পর্যন্ত আমি পৌরবাসীর পাশে রয়েছি। আমি আশাবাদী এবার বিজয়ী হবো। বিজয়ী হলে পঞ্চগড় পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে গড়ে তুলবো।’

এদিকে, তফসিল ঘোষণার আগে থেকেই মেয়র পদে প্রচার-প্রচারণা এবং দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাপে ছিলেন আরও চারজন। তবে দলের মধ্যে কেউ বিদ্রোহী প্রার্থী হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে সহ্য করা হবে না বলে জানান জেলা আ. লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। 

সম্রাট বলেন, ‘দলীয় সিদ্ধান্তের বাইরে যদি কেউ প্রার্থী হয় তাহলে তাকে দল থেকে অব্যহতি দেওয়া হবে।’