সারা বাংলা

নাটোরে ২ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ১ 

নাটোরের সিংড়া উপজেলায় এক বিকাশকর্মীকে মারধর করে দুই লাখ টাকা ছিনতাই করা হয়। তবে স্থানীয়রা টাকাসহ এক ছিনতাইকারীকে ধরে ফেলে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার চামারী ইউনিয়নের হাজির মোড়ে ছিনতাই হয়।

স্থানীয় চেয়ারম্যান রাসিদুল ইসলাম বলেন, উপজেলার ছোট কালিকাপুর গ্রামের মৃত লোকমানের ছেলে মুকুল (৩৭) ও তার দুই সহযোগী বিকাশকর্মীর দুই লাখ টাকা, দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় অটোভ্যানে ধাক্কা লাগে। এতে ভ্যানের যাত্রী জয়গন বেগম (৬৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মূত্যু হয়। জয়গন মহিষমারি গ্রামের মৃত ওয়ারেসের স্ত্রী।

তিনি জানান, এ সময় দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও অপরজন মহিষমারি গ্রামের আব্দুর রশিদের ছেলে রানাকে (২৫) ধরে ফেলে এলাকাবাসী। তার কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।  

সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রানাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।