সারা বাংলা

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার চার্জশিট আজ

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিট আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) আদালতে দাখিল করবে পুলিশ।

সকালে আদালতে আলোচিত এ মামলার চার্জশিট দাখিলের পর দুপুর ১২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ)-এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে।

বুধবার (২ নভেম্বর) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বি এম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য জানিয়েছেন।

এর আগে প্রায় দুই মাস পর গত রোববার (২৯ নভেম্বর) গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৮ আসামির ডিএনএ রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে পৌঁছেছে। এতে অভিযুক্তদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। ডিএনএ রিপোর্ট পেতে বিলম্বের কারণেই আলোচিত এ গণধর্ষণের ঘটনার মামলার চার্জশিট দিতে বিলম্ব হচ্ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে এমসি কলেজ ছাত্রাবাসে বেড়াতে আসা দম্পতির স্বামীকে আটকে রেখে নববধূকে কয়েকজন যুবক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনায় ৬ ছাত্রলীগ কর্মীর নামোল্লেখসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন ওই গৃহবধূর স্বামী।

আসামিরা হলেন— এমসি কলেজ ছাত্রলীগ নেতা সাইফুর রহমান, কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রণি, মাহফুজুর রহমান মাসুম, অর্জুন লস্কর, বহিরাগত রবিউল ইসলাম ও তারেক। এর বাইরে রাজন ও তার সহযোগী আইনুলকেও অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এ আসামির সকলেই কারাগারে আছেন, তারা দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।