সারা বাংলা

জিসান হত্যা: আদালতে আশিকের দায় স্বীকার

ঢাকার কলেজছাত্র জিসান হত্যা মামলার আসামী আশিক (২০) মানিকগঞ্জের আদালতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা  মানিকগঞ্জের শিবালয় থানার পুলিশ পরিদর্শক ওসি ( তদন্ত) আশীষ কুমার স্যান্নাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ  দুপুরে আদালতে নেওয়া হলে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়।

আশীষ কুমার স্যান্নাল জানান, এ মামলায় ৫ আসামি গ্রেপ্তার হলেও আশিক পলাতক ছিল। গতকাল বুধবার রাতে উপজেলার শিমুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে আদালতে নেওয়া হলে আশিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

এ ঘটনায় গ্রেপ্তার আরও ৫ আসামির জবানবন্দি রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, প্রেমে বিচ্ছেদ ও মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ক্ষিপ্ত রাব্বিসহ তার ৫ সহযোগী কলেজছাত্র তানভির আহম্মেদ জিসানকে হত্যা করে লাশ পদ্মায় ভাসিয়ে দেয়। নিহত জিসান ঢাকার মোহাম্মদপুর হাজী মুকবুল হোসেন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। এ ঘটনায় গত ২৬ নভেম্বর জিসানের বাবা মো. শাহীন আলম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।