সারা বাংলা

‘বঙ্গবন্ধুর ভাস্কর্যে যারা আঘাত হানে তারা এই দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়’

নারায়ণগঞ্জ জেলা গ্রন্থাগারে জেলা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে যারা আঘাত হানে তারা এই দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। তারা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এদের প্রতিহত করা শুধুমাত্র আওয়ামী লীগের দায়িত্ব নয়। রাষ্ট্রের সকল স্তরের মানুষকে এদের প্রতিহত করতে হবে।

তিনি বলেন, পাকিস্তানিরা এদেশের ভাষা সৈনিকদের স্মরণে নির্মিত মিনার গুঁড়িয়ে দিয়েছিল। আজ দেশের গণ্ডির বাইরেও শহীদ মিনার তৈরি হচ্ছে। সুতরাং ষড়যন্ত্রকারীদের চক্রান্ত নির্মূল হবেই।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা গ্রন্থাগারে জেলা সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সেলিম ওসমান।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, পুলিশ সুপার জায়েদুল আলম, র‍্যাব ১১ এর পরিচালক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, মডেল ডি ক্যাপিটাল গ্রুপের স্বত্বাধিকারী মাসুদুজ্জামান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম তপু, নাগরিক টিভির সিইও দ্বীপ আজাদসহ অন্যান্যরা।

অভিষেক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের অতিথিবৃন্দের কাছে পরিচয় করিয়ে দেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক রুমন রেজা ও বিমল রায়।