সারা বাংলা

চট্টগ্রামে বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তায় কঠোর পুলিশি পাহারা

বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্নস্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য, মুর‌্যাল ও মনুমেন্টসমূহ রক্ষায় কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

যেখানে যেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুর‌্যাল রয়েছে সবখানে সার্বক্ষণিক পুলিশি পাহারা বসানো হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) সকাল থেকে চট্টগ্রাম নগরীতে পুলিশের এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (সিটি-এসবি) আব্দুল ওয়ারিশ খান।

পুলিশ উপ-কমিশনার জানান, নগরীর সবগুলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে যেসকল স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য মুর‌্যাল বা মনুমেন্ট রয়েছে সবখানে পুলিশ বসানো হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামের হালিশহর এবং অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় মুর‌্যাল এবং ভাস্কর্য রয়েছে।  এর মধ্যে কুয়াইশ অক্সিজেন সংযোগ সড়কের দুই পয়েন্টেই বঙ্গবন্ধু এভিনিউ হিসেবে নামকরণ করা সড়ক মোড়ে দুটি বড় মুর‌্যাল রয়েছে বঙ্গবন্ধুর। এই দুটি মুর‌্যালের স্থানে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে রোববার সকাল থেকে।

এছাড়া, নগরীর হালিশহর বড়পোল মোড়ে নির্মিত  বঙ্গবন্ধুর ‘বজ্রকণ্ঠ’ ভাস্কর্য স্থাপিত হয়েছে চলতি বছর। ২৬ ফুট উঁচু এই ভাস্কর্যের নিরাপত্তায়ও পুলিশ দায়িত্ব পালন করছে।