সারা বাংলা

মেহেন্দিগঞ্জের দুটি ইউপি নির্বাচন স্থগিত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ও দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

আগামী ১০ ডিসেম্বর ইউনিয়ন দুটিতে নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারিত ছিল। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উলানিয়া ইউনিয়ন বিভক্ত করে উত্তর উলানিয়া ও দক্ষিণ উলানিয়া নামে দুটি ইউনিয়ন গঠন করা নিয়ে উচ্চ আদালতে রিট চলমান রয়েছে। ওই রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুস কান্তি দে বলেন, রাত ৭টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন থেকে নির্বাচন বন্ধের চিঠি পেয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার তার নির্বাহী আদেশে নির্বাচন স্থগিত করেছেন।

এদিকে, গত শুক্রবার (৪ ডিসেম্বর) দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় পুলিশের ক্যাম্প ভাঙচুর ও পুলিশের ওপর হামলার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৬ রাউন্ড ফাঁকা গুলি করে। এতে পুলিশসহ ৩৫ জন আহত হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ১০ জনকে আটক করেছে।