সারা বাংলা

নারায়ণগঞ্জে সেফটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় সেফটিক ট্যাংক বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুজন।

ফতুল্লার রামারবাগ এলাকায় বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- শিশু জিসান ও গার্মেন্টসকর্মী রাজ্জাক। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে হাসান খানের তিন তলা ভবনে একতলায় নিচে থাকা সেফটিক ট্যাংকটি বিকট শব্দে হঠাৎ করে বিস্ফোরিত হয়।

এসময় ওই বাড়ির ভাড়াটে রাজ্জাক ও পাশের বাড়ির শিশু জিসান, সাকিব ও সায়েদা গুরুতর আহত হয়। হাসপাতাল নেওয়ার আগেই শিশু জিসানের মৃত‌্যু হয়। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজ্জাক। আহত অপর দুজনের মধ‌্যে সাকিবকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হোসেন জানান, দুর্ঘটনার পর চার জনকে হাসপাতলে আনা হয়। এর মধ্যে শিশু জিসান হাসপাতালে পৌঁছার আগেই মারা যায়। হাসপাতালে আনার পর মারা যান রাজ্জাক। একজন নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি আছে। এছাড়া সাকিবকে ঢাকায় পাঠানো হয়েছে।