সারা বাংলা

চাঁদপুরে লঞ্চ থেকে ১৫ মণ জাটকা জব্দ

চাঁদপুরে এম ভি কর্ণফুলী-১৩ নামের লঞ্চে অভিযান চালিয়ে আনুমানিক ১৫ মণ (৬০০ কেজি) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২৫শে ডিসেম্বর)সকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি রাইজিংবিডিকে জানান, জাটকা নিধন রোধে বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চটিতে অভিযান চালিয়ে আনুমানিক ১৫ মণ জাটকা জব্দ করা হয়।

লেফটেন্যান্ট আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জন নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এই অভিযানে কোস্টগার্ড চাঁদপুরের স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট এম আসাদুজ্জামান ও কন্টিনজেন্ট কমান্ডার পেটি অফিসার এম নাসিরুদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

এদিকে, জব্দকৃত জাটকা পরবর্তীতে নির্বাহী মেজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন এবং সদর উপজেলার সহকারী মৎস্য  কর্মকর্তা মো. মাহবুব রশীদের উপস্থিতিতে স্থানীয় এতিম ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।