সারা বাংলা

শিশু ধর্ষণ মামলার ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

নীলফামারীর ডোমার উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যে আসামি মারুফ ইসলামকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে ডোমার থানার পুলিশ। রোববার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তাকে আদালতে পাঠানো হয়। মারুফ প্রাপ্তবয়স্ক না হওয়ায় আদালত তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়।  

পুলিশ জানায়, শুক্রবার (২৫ ডিসেম্বর) ভোরে ডোমার থানায় প্রথম শ্রেণীতে পড়ুয়া শিশু ধর্ষণের অভিযোগ করেন মেয়েটির মা। গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার এসআই সাইফুল ইসলাম ও এসআই রিমেল হোসেনসহ সঙ্গীয় ফোর্স শনিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

ডোমার থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। 

মামলায় অভিযোগ করা হয়, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডোমার পৌরসভার কলেজপাড়া এলাকায় ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে মারুফ ইসলাম। শিশুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসার আগে মারুফ পালিয়ে যায়।