সারা বাংলা

কালকিনিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে চেয়ার ছোড়াছুড়ি

মাদারীপুরের কালকিনিতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নাম ঘোষণাকে কেন্দ্র করে চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পরে আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন মৃধা এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘অনুষ্ঠানে সিনিয়র-জুনিয়রের নাম আগে পরে ঘোষণা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে হঠাৎ করে পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম খলিল না বুঝে মাথা গরম করেছে। পরে বিষয়টি নিয়ে আমরা ফয়সালা করে দিয়েছি।’

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালকিনি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ চত্বরে শেষ হয়। সেসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খানের সভাপতিত্বে ও যুগ্মসম্পাদক বিএম জুবায়ের হোসেনের সঞ্চালনায় আলোচনা সভার আয়োজন করা হয়।