সারা বাংলা

৭শ বিঘা ফসলি জমি জলাবদ্ধতা থেকে রক্ষায় খাল খনন উদ্বোধন

চাঁপাইনাবগঞ্জের গোবরাতলা বিলগাহ ও বিলসিংড়ি এলাকায় জলাবদ্ধতা দূর করতে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় দিকে ২নং গোবরাতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে ঝাকমহনী এলাকায় খাল খননের শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।

গোবরাতলা ইউনিয়নের চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু মিয়ার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিক আক্তার ও গোবরাতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তাসেম আলী।

বক্তারা বলেন, গোবরাতলার বিলগাহ থেকে ঘুঘুডিমা ঝাকমহনী পর্যন্ত খাল খনন করা হলে ৭শ বিঘা ফসলি জমির জলাবদ্ধতা দূর হবে। এতে আবাদের আওতায় আসবে আরো ৩ হাজার বিঘা। এই খাল খনন হলে এই অঞ্চলের কৃষিতে ব্যাপক পরিবর্তন আসবে।