সারা বাংলা

গণপিটুনিতে বিচারকের মৃত‌্যু

রংপুরের হারাগাছ পৌর এলাকায় এক সালিশে বিচার করতে গিয়ে আব্দুল হালিম নামে একজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট জেলার খুনিয়াগাছ ইউনিয়নের মিলনবাজারের পাশে ফজলু মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

বুধবার (৬ জানুয়ারি) সকালে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি রেজাউল করিম জানান, রংপুরের হারাগাছের চাঁনমিয়ার সঙ্গে খুনিয়াগাছের মজিবর মিয়ার দেড় লাখ টাকার আর্থিক লেনদেন ছিলো। এ নিয়ে সালিশে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হালিম। সালিশের এক পর্যায়ে দুই পক্ষের লোকজন উত্তেজিত হয়ে ওঠে। এসময় মজিবর মিয়ার লোকজন আব্দুল হালিমকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এরপর একটি অটোরিকশায় তাকে হারাগাছের বাড়িতে পাঠিয়ে দেয় তারা। মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা রংপুর মেডিক‌্যালে নেওয়ার পথেই মারা যান হালিম।

এই ঘটনায় হারাগাছ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।