সারা বাংলা

গৃহবধূ শিরিন হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

ফেনীর রামপুরে গৃহবধূ মাহমুদা আক্তার শিরিন হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে তাদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন  মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মশিউর রহমান।

মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিরিন হত্যা মামলার আসামি শাহজালাল শাহিনের ভাই বেলায়েত হোসেন ও তার স্ত্রী ফারজানা আক্তার ওরফে সুমি আক্তারকে বুধবার দুপুরে দাগনভূঞা উপজেলার গজারিয়া রোডের খালেক ম্যানসন থেকে  গ্রেপ্তার করা হয়। এই ঘটনার প্রধান আসামি শাহাজালাল শাহিন এখনও পলাতক রয়েছে। উল্লেখ‌্য, গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের মধ্যম রামপুর মানিক কমিশনার বাড়ি সংলগ্ন তনু পাটোয়ারী বাড়িতে মাহমুদা আক্তার শিরিন (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। মাহমুদা দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুরের ছলু ভূঁঞা বাড়ির অহিদুর রহমান ও আলেয়া বেগমের মেজ মেয়ে।

এ ঘটনায় প্রধান আসামি শাহাজালাল শাহিনের মা হত্যার দিন থেকে আটক রয়েছেন। ১৮ ডিসেম্বর রাতে গৃহবধূ মাহমুদা আক্তার শিরিনের বাবা অহিদুর রহমান বাদী হয়ে স্বামী শাহজালাল শাহীনকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ পর্যন্ত মামলার তিন আসামি গ্রেপ্তার হলেও শাহজালাল শাহিনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।