সারা বাংলা

সরিষার ভালো ফলনের আভাস, আশায় বুক বেঁধেছেন কৃষক

নরসিংদী জেলার ৬টি উপজেলার দিগন্তজুড়ে সরিষা চাষের চোখজুড়ানো দৃশ্য।  মাঠের পর মাঠ হলুদে একাকার। 

জেলায় সবচেয়ে বেশি সরিষার আবাদ হয়- নরসিংদী সদর উপজেলার আমদিয়া, আলোকবালি, মহিষাসূরা, হাজীপুর, রায়পুরা উপজেলার পাড়াতলী, শ্রীনগরের ভেলুয়াচর, বাঁশগাড়ী, নিলক্ষা, চরসুবুদ্ধি, আমিরগঞ্জ, পলাশতলী ও পলাশ উপজেলার ঘোড়াশাল, গজারিয়া, জিনারদী ও চরসিন্দুর। 

অনেক মাঠেই এখন সরিষা দানা বাঁধতে শুরু করেছে, আবার কোথাও পুরোদমে ফুল ফুটতে শুরু হয়েছে।  মাঠজুড়ে সরিষার ভাল ফলনের আভাস দেখে নতুন আশায় বুক বেঁধেছেন কৃষক।

রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়াচর এলাকায় ঘুরে দেখা যায়, মেঘনা নদী তীরবর্তী এলাকাসহ বিস্তীর্ণ মাঠজুড়ে শুধুই হলুদ আর হলুদ। দু’চোখ যেদিকে যায় সেদিকেই সরিষার হলুদ রঙের ফুল। একদিকে মেঘনা নদী অন্যদিকে সরিষা ফুলের হলুদের সমারোহ। নদীর তীরের এমন সৌন্দর্য উপভোগে প্রতিদিন এসে ভিড় জমাচ্ছেন মানুষ। মনোরম দৃশ্যের সঙ্গে নিজেকে ক্যামেরা বন্দী করছেন।

নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর জেলার ৬টি উপজেলার ৫ হাজার ৬ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। চাষকৃত জমি থেকে ৭ হাজার ৫০৯ টন সরিষা উৎপাদনের প্রত্যাশা করছে কৃষি বিভাগ।

রায়পুরা উপজেলার ভেলুয়ারচর গ্রামের কৃষক রব মিয়া জানান, এ বছর ১৫ কাঠা নিচু জমিতে বারি-১৪ জাতের সরিষার আবাদ করেছেন। গতবছরও প্রায় ১০ কাঠা জমিতে সরিষা চাষে লাভ হওয়ায় এবছর আরও বেশি জমিতে আবাদ করেছেন। আশা করছেন, প্রতি কাঠায় ৫০ থেকে ৬০ কেজি করে সরিষা পাবেন।

নরসিংদী সদর উপজেলার মহিষাসূরা এলাকার সরিষা চাষি আব্দুল হান্নান বলেন, অন্যান্য কৃষকদের কথায় আগ্রহী হয়ে গত বছর তিনি প্রাথমিকভাবে দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছিলেন। সরিষার ভালো ফলন ও দাম পাওয়ায় এ বছর তিনি পাঁচ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। 

রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান বলেন, বোরো চাষের আগে সরিষা চাষ করতে পারায় কৃষকরা অধিক লাভবান হয়েছে। যার ফলে সরিষার আবাদ বৃদ্ধি পাচ্ছে।  সরিষা চাষে উৎসাহিত করতে আমরা কৃষকদের সহযোগিতা ও পরামর্শ প্রদান করে করছি।

নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শোভন কুমার ধর জানিয়েছেন, সরিষা আবাদে রোগ বালাইয়ের খুব একটা আক্রমণ হয় না এবং শ্রম ও খরচ কম হওয়ায় চাষিরা অধিক লাভবান হচ্ছেন। আমরা বারি-১৭, বারি-১৮, বারি-৯ এ সকল উচ্চফলনশীল জাতের সরিষার আবাদের পরামর্শ দিচ্ছি।