সারা বাংলা

পর্যায়ক্রমে সব নির্বাচনে ইভিএমে ভোট : তাজুল ইসলাম

পর্যায়ক্রমে সব নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। 

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে যমুনা ব্যাংকের ১৪৯তম কান্দিরপাড় শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন। 

মো. তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে। আর জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে স্বচ্ছ নির্বাচন প্রয়োজন। তাই পর্যায়ক্রমে সব নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে, যেন একজনের ভোট আরেকজন দিতে না পারে।

মন্ত্রী আরও বলেন, কুমিল্লা হবে ক্লিন সিটি। বৃহত্তর কুমিল্লার উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার ফারুক আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ।

পরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখা রোডের নুরজাহান টাওয়ারে যমুনা ব্যাংকের ১৪৯তম শাখা উদ্বোধন করা হয়।